প্রতিযোগিতা মূলক পরীক্ষা প্রস্তুতি
আজ থাকছে কিছু জীবন বিজ্ঞান (Life Science), কম্পিউটার ও প্রযুক্তি (Computer & Technology)
ভৌত বিজ্ঞান (Physic), বিদেশ নীতি (Foreign Affairs) বিষয়ের উপরে কিছু জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক।
বিষয়⇨ জীবন বিজ্ঞান (Life Science)
প্রশ্নঃ জীবিত প্রানীর জগতের সর্বপ্রেক্ষা বৃহৎ কোষ কোনটি ?
উত্তরঃ উটপাখির ডিম
উত্তরঃ উটপাখির ডিম
প্রশ্নঃ ভিটামিন K- এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ ফাইলোকুইনোন
প্রশ্নঃ মানব শরীরে ডেঙ্গু হয়েছে কি না জানার জন্যে কি টেস্ট করা হয় ?
উত্তরঃ রক্তের মধ্যে ডেঙ্গুর এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতি টেস্ট করা হয়।
প্রশ্নঃ ডায়ালোসিস করা হয় কি কারনে ?
উত্তরঃ কিডনি বা বৃক্ক রক্ত থেকে যখন দেহের বজ্র পদার্থ সঠিক ভাবে অপসারণ করতে পারে না।
প্রশ্নঃ হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি ?
উত্তরঃ লোহা।
বিষয় ⇨ কম্পিউটার ও প্রযুক্তি (Computer & Technology)
প্রশ্নঃ উইন্ডোস অপারেটিং সিস্টেম - এর লেটেস্ট ভার্সন কোনটি ?
উত্তরঃ Windows 11
উত্তরঃ Windows 11
প্রশ্নঃ কম্পিউটার প্রোগ্রামিং- এ কোনো ভুল থাকলে তাকে কি বলে ?
উত্তরঃ বাগ (bug)
প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় ?
উত্তরঃ কলকাতা শহরে।
প্রশ্নঃ কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তরঃ ন্যানো সেকেন্ড (১ সেকেন্ডের ১০০০০০০০০০ এর একভাগ =১ ন্যানো সেকেন্ড )
প্রশ্নঃ প্রথম কমার্সিয়াল কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ UNIVAC (ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার )
বিষয়⇨ ভৌত বিজ্ঞান (Physic)
প্রশ্নঃ ডাক্তারি থার্মোমিটাররে কোন তরল ধাতু ব্যবহার করা হয় ?
উত্তরঃ Hg (পারদ)
নোট⇨ (পারদ সাধারণ ঘরের উষ্ণতায় তরল থাকে। ডাক্তারি থার্মোমিটারে ৯৫ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা মাপা যায় )
উত্তরঃ Hg (পারদ)
নোট⇨ (পারদ সাধারণ ঘরের উষ্ণতায় তরল থাকে। ডাক্তারি থার্মোমিটারে ৯৫ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা মাপা যায় )
প্রশ্নঃ শীত প্রধান দেশে ঠান্ডা জলের পাইপ ফেটে যায় কি কারণে ?
উত্তরঃ জল তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পাই তাই পাইপের ভেতরে প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং পাইপ ফেটে যায়।
প্রশ্নঃ জল দিলে আগুন নিভে যাবার কারণ কি ?
উত্তরঃ জ্বলন্ত বস্তুতে জল দিলে জল প্রয়োজনীয় লিনতাপ নিয়ে বাস্পে পরিণত হয় এবং বাস্প জ্বলন্ত বস্তুর চারপাশে একটা আবরণ সৃষ্টি করে যার জন্যে প্রয়োজনীয় অক্সজেন পাই না এবং জ্বলন্ত বস্তুর তাপমাত্রা কমে যায় ও আগুন নিভে যাই।
প্রশ্নঃ হাইড্রোজেন পরমাণুতে কি থাকে না ?
উত্তরঃ নিউট্রন থাকে না।
প্রশ্নঃ সাধারণ Lead-Acid ব্যাটারিতে কোন Acid ব্যবহার করা হয় ?
উত্তরঃ সালফিউরিক Acid
প্রশ্নঃ পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে কি ব্যবহার ব্যবহার করা হয় ?
উত্তরঃ উরেনিয়াম রড।
বিষয়⇨ বিদেশ নীতি (Foreign Affairs)
প্রশ্নঃ ভারতের বিদেশ মন্ত্রীর নাম কি ?
উত্তরঃ ডঃ জয়শঙ্কর। (যিনি IIT খড়গপুর এর Student ছিলেন)
প্রশ্নঃ বর্তমানে ভারতের অর্থব্যবস্থা কত তম ?
উত্তরঃ চতুর্থ তম।
প্রশ্নঃ সাম্প্রতিক কালে ডোকলামে ভারত এবং চীন এর সেনা জোয়ানের মধ্যে উত্তপ্ত অবস্থা তৈরী হয় জায়গাটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভুটানে।
প্রশ্নঃ আফগাস্তানে সরকার গঠন করেছে কোন জঙ্গি সংঘটন ?
উত্তরঃ তালিবান।
প্রশ্নঃ ভারতে প্রথম বুলেট ট্রেন চালু হবে কোন দুটি শহরকে যুক্ত করার জন্যে ?
উত্তরঃ আমেদাবাদ ও মুম্বাই শহরকে।

কোন মন্তব্য নেই