General knowledge for competitive exam in bengali

Share:

Online GK প্রশ্নোত্তর -4


Exam Activity🖉

Dear Student আজ তোমাদের সামনে হাজির হলাম কিছু GK নিয়ে। আশা করি এতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে হেল্প হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। 


GENERAL KNOWLEDGE


উত্তরঃ ১০ ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত ?
প্রশ্নঃ    আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে। 

উত্তরঃ SAARC (সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন )গঠিত হয় কত সালে ?
প্রশ্নঃ   ১৯৮৫

উত্তরঃ কাভারান্তি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ?
প্রশ্নঃ    লাক্ষাদ্বীপ 

উত্তরঃ ভারতের উত্তরতম স্থানের নাম কি ?
প্রশ্নঃ    ইন্দিরা কল (জম্মু ও কাশ্মীর)

উত্তরঃ ভারতের কোন রাজ্যে বৃহত্তম সোনার খনি রয়েছে ?
প্রশ্নঃ    কর্ণাটক 

উত্তরঃ ভারতের উচতম শৃঙ্গের নাম কি ?
প্রশ্নঃ    K2 বা গডউইন অস্টিন 

উত্তরঃ জওহর টানেল কোন গিরিপথের মধ্যে অবস্থিত ?
প্রশ্নঃ    বানিহাল পাস 

উত্তরঃ কেরলের উপকূলভাগ কী নামে পরিচিত ?
প্রশ্নঃ    মালাবার উপকূল 

উত্তরঃ পেরিয়ার বাঁধ কোথায় অবস্থিত ?
প্রশ্নঃ    কর্ণাটক 

উত্তরঃ বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি ?
প্রশ্নঃ    Anemometer  

উত্তরঃ ভারতের শীতলতম স্থান কোথায় ?
প্রশ্নঃ    দ্রাস সেক্টরে ( কার্গিল-লাদাখ )

উত্তরঃ মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে ?
প্রশ্নঃ    Pedogenesis 

উত্তরঃ থাইরক্সিন হরমোনের গঠনগত উপাদান কোনটি ?
প্রশ্নঃ    আয়োডিন 

উত্তরঃ কোন রক্ত কণিকা এন্টিবডি প্রস্তুত করে ?
প্রশ্নঃ    লিম্ফোসাইট

উত্তরঃ পিত্তরস একটি কি ?
প্রশ্নঃ    পৌষ্টিক রস ( Nutritions juice)

উত্তরঃ ECG ( Electrocardiogram ) কোন অঙ্গের কার্যকলাপ নথিভুক্ত করে ?
প্রশ্নঃ    হৃদপিন্ড 

উত্তরঃ ইনসুলিন হরমোনে কোন ধাতুর উপস্থিতি দেখা যায় ?
প্রশ্নঃ    জিঙ্ক 

উত্তরঃ Husband &Wife দুজন থ্যালাসেমিয়া পজেটিভ হলে তাদের বেবির কি হবে ?
প্রশ্নঃ    থ্যালাসেমিয়া পজেটিভ হবে 

উত্তরঃ কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
প্রশ্নঃ    2, 4-D হরমোন 

উত্তরঃ মানব যকৃতে Glucose কি রূপে সঞ্চিত থাকে ?
প্রশ্নঃ    গ্লাইকোজেন  রূপে 

উত্তরঃ ভিটামিন B12 তে কোন ধাতু সঞ্চিত থাকে ?
প্রশ্নঃ    কোবাল্ট 

উত্তরঃ রসুনের একটি বিশেষ গন্ধের জন্যে দায়ী কে ?
প্রশ্নঃ    সালফারের একটি যৌগ 

উত্তরঃ অঙ্কোজিন কিসের জন্যে দায়ী ?
প্রশ্নঃ    ক্যান্সার

উত্তরঃ পেসমেকার অপর কি নামে পরিচিত ?
প্রশ্নঃ    S.A.NODE (এস. এ. নোড )

উত্তরঃ নট কি পরিমাপ করার একক ?
প্রশ্নঃ    বায়ুর গতি 


        READ MORE>>


কোন মন্তব্য নেই