Important Current Affairs For All Exam in Bengali

Share:

IMPORTANT CURRENT AFFAIRS


Exam Activity 

 Dear Students, সকলকে স্বাগত জানাই , আজ কিছু 'Important Current  Affairs'  - দেওয়া হলো যা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে খুবই উপযোগী। চলো তাহলে দেরি না করে  শুরু করা যাক –


থমাস কাপে ভারতের ঐতিহাসিক স্বর্ণ পদক বিজয়


২০২২ সালের থমাস কাপ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো। ভারত এবারের চ্যাম্পিয়ান হয়ে স্বর্ণ পদক জিতে নেয়। 73 বছরের ইতিহাসে ভারত ১৯৫২,১৯৫৯ এবং ১৯৭৯ সালে সেমিফাইনাল পর্যন্ত উঠলেও কোন পদক নিশ্চিত করতে পারেনি । ভারত ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার স্বর্ণ পদক জয়লাভ করলো। 

এবার ভারতীয় দলের ক্যাপ্টেন ছিল শ্রীকান্ত কিদাম্বি ভারত ইন্দোনেশিয়াকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে সোনার পদক জিতে নেয়। 


ABOUT THOMAS CUP 

⇒ থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

⇒ 6 টি দেশ এই টাইটেল জিতেছে। দেশগুলি হলো - ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, ডেনমার্ক এবং চীন।

⇒ থমাস কাপ নামকরণ হয়েছে 'জর্জ এলান থমাস'- এর নাম অনুসারে। যিনি এই প্রতিযোগিতার সূচনা
করেন ১৯৪৯ সালে।

⇒ এই টুর্নামেন্টে "BWF" অর্থাৎ "BADMINTON WORLD FEDERATION" এর অন্তর্ভুক্ত ১৬ টি দেশ অংশ গ্রহণ করে থাকে।

২০২২ সালের সাম্প্রতিক কিছু বিষয় 


ইন্ডিয়ান রেলওয়ে বোডের বর্তমান চেয়াম্যান
বিনয় কুমার ত্রিপাঠি।

শ্রীলংকাকে হারিয়ে "U-19 এশিয়া কাপ" ক্রিকেট টুর্নামেন্ট জিতে নিলো
ভারত।

ভারতের প্রথম পেপার লেস কোটের তকমা পেলো
কেরালা কোর্ট।

প্রথম ভারতে চালু হলো "Water Taxi Services"
মহারাষ্টের মুম্বাই শহরে।

কল্পনা চাওলা স্পেস রিচার্স সেন্টার চালু হলো
পাঞ্জাবের চণ্ডীগড়ে।

Indian Semiconductor Mission লাঞ্চ করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী
অশ্বিনী বৈষ্ণব।

"Khelo India Youth Game" 2022-23 এবার আয়োজন করতে চলেছে
মদ্ধপ্রদেশ।

ভারতের ৭৩ তম দাবা গ্রান্ড মাস্টার হলেন
ভরথ সুব্রমনিয়াম।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন
ডঃ এস. সোমনাথ।

ভারতীয় সেনা দিবস পালন করা হয়
১৫ই জানুয়ারী।

ব্রহ্মস ত্রুুজ মিসাইল ভারত থেকে কিনতে চলেছে
ফিলিপিন্স।

প্রয়াত বিরজু মহারাজ যুক্ত ছিলেন
নৃত্য কলার সাথে।

Air India-এর নতুন চেয়াম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন
N Chandrasekaran.

নীরজ চোপড়া যুক্ত
জ্যাভিলিন থ্র খেলার সঙ্গে।

ভারত রাফায়েল ফাইটার বিমান কিনেছে
ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন কোম্পানির কাছ থেকে।

২০২২ সালের কমনওয়েলথ Game অনুষ্ঠিত হবে
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে।

২০২২ সালে পশ্চিম বঙ্গ থেকে পদ্ম ভূষণ পুরস্কার পেলেন
ভিক্টর ব্যানার্জী (Arts)

কোন মন্তব্য নেই