Online GK প্রশ্নোত্তর
Dear Friends 🖉
আজ তোমাদের জন্যে বেছে নেওয়া হয়েছে Online GK Practice Set-এর কিছু প্রশ্নোত্তর, যেটা তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় খুবই সাহায্য করবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক।
সাধারণ জ্ঞান পর্ব - ২
প্রশ্নঃ গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে সিদ্ধি লাভ করেন ?
উত্তরঃ বোধিবৃক্ষ
উত্তরঃ বোধিবৃক্ষ
প্রশ্নঃ ভারতের কোন হোকি খেলোয়াড়কে "হকির যাদুকর" বলা হয় ?
উত্তরঃ ধানচান
উত্তরঃ ধানচান
প্রশ্নঃ পুরুষ এবং নারীর জননন কোষ মিলিত হয়ে কি ঘঠন করে ?
উত্তরঃ আদি ভ্রণকোষ ( জাইগোট )
উত্তরঃ আদি ভ্রণকোষ ( জাইগোট )
প্রশ্নঃ একটি রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
প্রশ্নঃ ফিতা কৃমি কোন পর্বের অন্তর্গত ?
উত্তরঃ প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
উত্তরঃ প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
প্রশ্নঃ রাজস্থান কোন খনিজ ভান্ডারের এর জন্যে বিখ্যাত ?
উত্তরঃ তামা
উত্তরঃ তামা
প্রশ্নঃ মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং
উত্তরঃ বক্সিং
প্রশ্নঃ উত্তর পূর্ব ভারতের "প্রবেশ দ্বার" বলা হয় কোন স্থানকে ?
উত্তরঃ শিলিগুড়িকে
উত্তরঃ শিলিগুড়িকে
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৭৬৪ সালে
উত্তরঃ ১৭৬৪ সালে
প্রশ্নঃ কেরালার উপকূলকে কি বলা হয় ?
উত্তরঃ মালাবার উপকূল
প্রশ্নঃ রান্নার গ্যাসের মূল উপাদান কি ?
উত্তরঃ বিউটেন, এথেন ও প্রোপেন
উত্তরঃ বিউটেন, এথেন ও প্রোপেন
প্রশ্নঃ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি
প্রশ্নঃ হাইড্রোজেন কে আবিষ্কার করেন ?
উত্তরঃ হেনরি কেভেনডিস
প্রশ্নঃ সিগারেট বা বিড়ির আগুন ধরানোর লাইটারে কি গ্যাস থাকে ?
উত্তরঃ বিউটেন
প্রশ্নঃ আন্তর্জাতিক যোগ দিবস কবে ?
উত্তরঃ ২১ সে জুন
উত্তরঃ ২১ সে জুন
প্রশ্নঃ কোষীয় অঙ্গাণু রাইবোজোমে কি সংশ্লেযিত হয় ?
উত্তরঃ প্রোটিন
প্রশ্নঃ প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে কি বলে ?
উত্তরঃ পরমাণুর ভর সংখ্যা
প্রশ্নঃ হিমোসায়ানিনে কোন ধাতু থাকে ?
উত্তরঃ তামা
প্রশ্নঃ কৃত্তিম সিল্ককে কি বলা হয় ?
উত্তরঃ রেয়ন
প্রশ্নঃ রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে ?
উত্তরঃ ভালকানাইজেশন
প্রশ্নঃ সূর্যের শক্তির উৎস কি ?
উত্তরঃ ফিউশন
প্রশ্নঃ ভারতের কোথায় কেশর চাষ হয় ?
উত্তরঃ কাশ্মীর
প্রশ্নঃ নাগাওরজুন সাগর বাঁধ কোন নদীর ওপরে রয়েছে ?
উত্তরঃ কৃষ্ণা নদী
প্রশ্নঃ জুল কিসের একক ?
উত্তরঃ কার্য বা শক্তির একক
প্রশ্নঃ গলগন্ড রোগটি মানব শরীরে কিসের অভাবে হয় ?
উত্তরঃ আয়োডিনের অভাবে
কোন মন্তব্য নেই