RRB GROUP-D প্রাকটিস সেট
Exam Activity 🖉
প্রিয় ছাত্র ছাত্রীরা এখানে কিছু GK প্রশ্নোত্তর দেওয়া হলো , আশা করছি এতে তোমার উপকৃত হবে।কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন -এ আমাদের জানান। আমরা পরবর্তী পোস্টে সেটা মেনশন করবো।
RRB Group-D GK Question set
১. ডুবো জাহাজের মধ্যে থেকে সুমুদ্রের উপরে নজরদারির জন্যে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A) দূরবীন
B) টেলিস্কোপ
C) পেরিস্কোপ 👈
D) বাইনোকুলার
২. ডিনামাইট- এর মূল উপাদান কি থাকে ?
A) নাইট্রোগ্লিসারিন 👈
B) গ্লিসারিন
C) RDX
D) ফসফরাস
৩. এর মধ্যে কোন গ্রহের উপগ্রহ নেই ?
A) পৃথিবী ও শুক্র
B) বুধ ও বৃহস্পতি 👈
C) শুক্র ও সনি
D) বুধ ও শুক্র
৪. চক : বোর্ড ∷ পেন্সিল : ❔
A) শিট
B) কাগজ 👈
C) কলম
D) কাপড়
৫. ১ থেকে ১২ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির ল. সা. গু হল____________।
A) ২০২০
B) ২৩১০
C) ১০০০
D) ১০১০
৬. ধাতুকে সরু তারে পরিণত করতে পারার ক্ষমতাকে কী বলা হয় ?
প্রসারণক্ষম 👈
নমনীয়তা
ভঙ্গুরতা
কাঠিন্য
৭. একজন দোকানদার দুটি পাওয়ারব্যাঙ্কের প্রতিটি ৯৬০ টাকায় বিক্রি করেন। একটিতে ২০% লাভ করেন এবং অন্যটিতে ২০% ক্ষতি। সমগ্র লাদেনের মধ্যে লাভের বা ক্ষতির শতাংশ কত ?
A) ৫ % লাভ
B) ৪% লাভ
C) ৪% ক্ষতি 👈
D) ৫% লাভ
৮. ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এর সভাপতি এখন কে ?
A)রাহুল দ্রাবিড়
B) সচিন তেন্ডুলকর
C) অনিল কুম্বলে
D) সৌরভ গঙ্গোপাধ্যায় 👈
৯. ডলেরা স্মার্ট সিটি ভারতের কোন রাজ্যে নির্মাণ হচ্ছে ?
A) উত্তর প্রদেশ
B) গুজরাট 👈
C) মহারাষ্ট্র
D) তামিলনাড়ু
১০. বর্তমান ইন্ডিয়ান আর্মি চিফ এর নাম কি ?
A) মনোজ মুকুন্দ নারভানে 👈
B) বিপিন রায়ত
C) দলবীর সিং
D) সংকর দয়াল শর্মা
কোন মন্তব্য নেই