RRB Group-D Bengali practice set.বাংলাতে

Share:


রেলওয়ে গ্রুপ ডি প্রাকটিস সেট

Exam activity 🖉

সকলকে স্বাগত জানাই।  এই পোস্টে আমরা 20 টি GK প্রশ্ন দিলাম । আসা করি তোমরা এই প্রশ্ন গুলি প্রাকটিস করে উপকৃত হবে। যদি কোনো বেপারে আমাদের পরামর্শ দিতে চাও তাহলে, অবশই আমাদের COMMENT BOX-এ কমেন্ট করে জানাও। আমরা অবশই তার উত্তর দেব। 


RRB GROUP-D বাংলা GK 

👉 উত্তর নিচে দেওয়া আছে 


১. আগ্নেয়গিরি : লাভা :: আগুন : ?

A) আলো 
B) আলোর ঝলক 
C) পোড়া 
D) ধোঁয়া

২. সর্বাধিক নমনীয় ধাতু কোনটি ?

A) গোল্ড (Au)
B) লিথিয়াম (Li)
C) মার্কিউরি (Hg)
D) টাইটানিয়াম (Ti)

৩. ইবন বতুতা ….. কোন দেশের  ভ্ৰমণকারী এবং অভিযাত্রী ছিলেন ?

A) স্পেন 
B) চীন 
C) গ্রিস 
D) মরোক্ক

৪. আধুনিক পর্যায়সারণীর চতুর্থ পর্যায়ে কত গুলি ধাতুকল্প রয়েছে ?

A) ০
B) ২
C) ৩
D) ১

৫. নিচের কোনটির আলোকের ঘনত্ব মাধ্যম (Optically denser medium) সর্বাধিক ?

A) জল 
B) বায়ু 
C) তার্পিন 
D) বেনজিন 

৬. ভরবেগ =

A) ভর / আয়তন 
B) ভরxত্বরণ 
C) ভরবেগ
D) ভরঘনত্ব 

৭. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF ) কোথায় অবস্থিত ?

A) আমেরিকা
B) চীন 
C) সিঙ্গাপুর 
D) ফ্রান্স 

৮. নিম্মলিখিত কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ?

A) আম 
B) সর্ষে
C) তরমুজ 
D) জুঁই

৯. হাতে আগুনের সেকা লাগলে হাত নিজে থেকেই সরে আসে , এই ঘটনা মানুষের কোন অঙ্গের কর্মকান্ড ?

A) লঘুমস্তিস্ক 
B) মস্তিস্ক 
C) মেরুদন্ড কর্ড
D) গুরুমস্তিস্ক 

১০. পৃথিবীর কোন স্থানে আকর্ষণী বল সর্বাধিক ?

A) প্লাসমা 
B) কঠিন 
C) গ্যাস 
D) তরল 

১১. ভারতের প্রথম তৈল শোধনাগার,  ডিগবয় কোন রাজ্যে রয়েছে ?

A) আসাম
B) মেঘালয় 
C) পশ্চিমবঙ্গ 
D) ত্রিপুরা 

১২. ভারতের প্রথম নগদহীন (Cash  less) দ্বীপ কোনটি ?

A) লিটল আন্দবান দ্বীপ 
B) করাঙ্গ দ্বীপ
C) ল্যান্ডফল দ্বীপ 
D) হ্যাভলক দ্বীপ 

১৩. গোয়ার রাজধানীর নাম ?

A) দমন 
B) মাহে 
C) দিউ 
D) গোয়া

১৪. নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটির নিউক্লয়াস থাকে না ?

A) শ্বেত রক্তকণিকা 
B) ওরেখ পেশি তন্ত্র 
C) লোহিত রক্তকণিকা
D) স্নায়ুকোষ 

১৫. সর্বাধিক জনবসতি পূর্ণ ভারতীয় শহর কোনটি ?

A) কলকাতা 
B) মুম্বাই
C) দিল্লি
D) পাটনা 

১৬. প্রজননের একটি মৌলিক ঘটনা হল ….. সৃষ্টি করা। 

A) DNA কপি করা
B) RNA কপি করা 
C) m-RNA কপি করা 
D) t- RNA কপি করা 

১৭. নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি আসামের একটি দ্বীপ ?

A) মাজুলি
B) দিউ 
C) হুইলার 
D) লাক্ষাদ্বীপ 

১৮. মহাকর্ষীয় স্থিতিশক্তির  সূত্র হল :

A) U = ১/২mgh 
B) U = ১/২mv 
C) U = mgh 
D) U = mhg 

১৯. বাড়িতে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যাবহৃত শক্তি সাধারণত এইরূপে প্রকাশিত হয় :

A) পাওয়ার 
B) ওয়াট 
C) কিলোওয়াট ঘন্টা
D) জুল 

২০. নিচের কোনটি আলোকের সর্বাপেক্ষা কম ঘন মাধ্যম ?

A) বেনজিন 
B) বায়ু
C) জল 
D) তার্পিন 

আর আর বি গ্রুপ-ডি বাংলা প্রাকটিস সেট উত্তর 

        

1.D

2.A

3.D

4.B

5.B

6.C

7.A

8.D

9.C

10.B

11.A

12.B

13.D

14.C

15.B

16.A

17.A

18.C

19.C

20.B


আরো প্রশ্ন প্রাকটিস করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন 

নিউ RRB গ্রুপ-ডি বাংলা প্রাকটিস সেট।   

কোন মন্তব্য নেই