রেলওয়ে গ্রুপ ডি প্রাকটিস সেট
Exam activity 🖉
সকলকে স্বাগত জানাই। এই পোস্টে আমরা 20 টি GK প্রশ্ন দিলাম । আসা করি তোমরা এই প্রশ্ন গুলি প্রাকটিস করে উপকৃত হবে। যদি কোনো বেপারে আমাদের পরামর্শ দিতে চাও তাহলে, অবশই আমাদের COMMENT BOX-এ কমেন্ট করে জানাও। আমরা অবশই তার উত্তর দেব।
RRB GROUP-D বাংলা GK
👉 উত্তর নিচে দেওয়া আছে
B) আলোর ঝলক
C) পোড়া
D) ধোঁয়া
২. সর্বাধিক নমনীয় ধাতু কোনটি ?
B) লিথিয়াম (Li)
C) মার্কিউরি (Hg)
D) টাইটানিয়াম (Ti)
৩. ইবন বতুতা ….. কোন দেশের ভ্ৰমণকারী এবং অভিযাত্রী ছিলেন ?
B) চীন
C) গ্রিস
D) মরোক্ক
৪. আধুনিক পর্যায়সারণীর চতুর্থ পর্যায়ে কত গুলি ধাতুকল্প রয়েছে ?
B) ২
C) ৩
D) ১
৫. নিচের কোনটির আলোকের ঘনত্ব মাধ্যম (Optically denser medium) সর্বাধিক ?
B) বায়ু
C) তার্পিন
D) বেনজিন
৬. ভরবেগ =
B) ভরxত্বরণ
C) ভরxবেগ
D) ভরxঘনত্ব
৭. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF ) কোথায় অবস্থিত ?
B) চীন
C) সিঙ্গাপুর
D) ফ্রান্স
৮. নিম্মলিখিত কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ?
B) সর্ষে
C) তরমুজ
D) জুঁই
৯. হাতে আগুনের সেকা লাগলে হাত নিজে থেকেই সরে আসে , এই ঘটনা মানুষের কোন অঙ্গের কর্মকান্ড ?
B) মস্তিস্ক
C) মেরুদন্ড কর্ড
D) গুরুমস্তিস্ক
১০. পৃথিবীর কোন স্থানে আকর্ষণী বল সর্বাধিক ?
B) কঠিন
C) গ্যাস
D) তরল
১১. ভারতের প্রথম তৈল শোধনাগার, ডিগবয় কোন রাজ্যে রয়েছে ?
B) মেঘালয়
C) পশ্চিমবঙ্গ
D) ত্রিপুরা
১২. ভারতের প্রথম নগদহীন (Cash less) দ্বীপ কোনটি ?
B) করাঙ্গ দ্বীপ
C) ল্যান্ডফল দ্বীপ
D) হ্যাভলক দ্বীপ
১৩. গোয়ার রাজধানীর নাম ?
B) মাহে
C) দিউ
D) গোয়া
১৪. নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটির নিউক্লয়াস থাকে না ?
B) ওরেখ পেশি তন্ত্র
C) লোহিত রক্তকণিকা
D) স্নায়ুকোষ
১৫. সর্বাধিক জনবসতি পূর্ণ ভারতীয় শহর কোনটি ?
B) মুম্বাই
C) দিল্লি
D) পাটনা
১৬. প্রজননের একটি মৌলিক ঘটনা হল ….. সৃষ্টি করা।
B) RNA কপি করা
C) m-RNA কপি করা
D) t- RNA কপি করা
১৭. নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি আসামের একটি দ্বীপ ?
B) দিউ
C) হুইলার
D) লাক্ষাদ্বীপ
১৮. মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র হল :
B) U = ১/২mv
C) U = mgh
D) U = mhg
১৯. বাড়িতে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যাবহৃত শক্তি সাধারণত এইরূপে প্রকাশিত হয় :
B) ওয়াট
C) কিলোওয়াট ঘন্টা
D) জুল
২০. নিচের কোনটি আলোকের সর্বাপেক্ষা কম ঘন মাধ্যম ?
B) বায়ু
C) জল
D) তার্পিন
আর আর বি গ্রুপ-ডি বাংলা প্রাকটিস সেট উত্তর
|
1.D |
2.A |
3.D |
4.B |
|
5.B |
6.C |
7.A |
8.D |
|
9.C |
10.B |
11.A |
12.B |
|
13.D |
14.C |
15.B |
16.A |
|
17.A |
18.C |
19.C |
20.B |
কোন মন্তব্য নেই