WB police constable practice set in Bengali.

Share:

বেঙ্গল পুলিশ কনস্টবল প্রাকটিস সেট 

আগামীতে যে বেঙ্গল পুলিশ কনস্টবল পরীক্ষা হবে সেই কথা মাথায় রেখে পরীক্ষাথীদের জন্যে এই বিশেষ সেটটি পাবলিশ করা হলো। এবং আরও প্রাকটিস QUESTION পেপার প্রস্তুত করা হবে আগামীতে। আসা করি তোমরা আমাদের সাথে থাকবে। RRB GROUP-D প্রস্তুতির জন্যেও সেটটি উপযোগী। 


police constable practice set in Bengali
police constable practice set in Bengali



GK/GI/MATH=30

১. এক ব্যাক্তি ১০ টি কলম ৪০ টাকায়  কিনে ৮ টি ৩৫ টাকায় বিক্রি করে। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত শতাংশ ?

A) ৩০% ক্ষতি 
B) ১২.৫০% ক্ষতি 
C) ৯.৩৭৫% লাভ 
D) ৩৫% লাভ 

২. সঞ্জনা হলো দীপার বোন। দীপার মায়ের বোনের সাথে সঞ্জনার সম্পর্ক কী হবে ?
A) দিদা 
B) মা 
C) মাসি 
D) বোন 

৩. উপরের চিত্রে আয়তক্ষেত্রের সংখ্যা কত ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


A) ৮০
B) ১০০
C) ৯৫
D) ৯০

৪. পলাশীর যুদ্ধ কত সালে হয় ?

A) ১৭৫৫ সালে 
B) ১৭৫৮ সালে 
C) ১৭৫৯সালে 
D) ১৭৫৭ সালে


৫. আগ্নেয়গিরি : লাভা :: আগুন : ?

A) আলো 
B) আলোর ঝলক 
C) পোড়া 
D) ধোঁয়া 

৬. নিচে কোনটি  সর্বাধিক নমনীয় ?

A) গোল্ড             (Ag)
B) লিথিয়াম        (Li)
C) মার্কিউরি       (Hg)
D) টাইটানিয়াম  (Ti)

৭. ৩০০০ থেকে ছোট লঘিষ্ঠ সংখ্যা কোনটি যেটিকে ৪, ৭ এবং ১০ দিয়ে ভাগ করা হলে যথাক্রমে ৩, ৬ এবং ৯ ভাগশেষ পাওয়া যায় ?

A) ৩০৭৯
B) ৩০৮১
C) ৩১০১
D) ৩০৮০

৮.দুজন প্রাথীর মধ্যে একটি নির্বাচনে , যে প্রাথী ৪০% পেয়েছে সে ২৪০০ ভোটে হেরে যায়।  তাহলে মোট কত জন ভোট দিয়ে ছিলো ?

A) ১৩৪০০
B) ১৩০০০
C) ১২০০০
D) ১৩২০০

৯. চতুর্থ শক্তিস্তরে থাকতে পারা সর্বাধিক ইলেক্ট্রন সংখ্যা কত ?

A) ১৮
B) ২
C) ৩২
D) ৮

১০. আধুনিক পর্যায়সারণীর চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে ?

A) ০
B) ৩
C) ২
D) ১

১১. রাজু ও রবিন দুই ভাই। রাজুর বাবার একমাত্র বোন রবিনের সাথে কি ভাবে সম্পর্কিত ?

A) পিসিমা
B) ঠাকুমা  
C) বোন 
D) মাসি 

১২. নিন্মলিখিত কোনটির আলোকের ঘনত্ব মাধ্যম ( optically denser medium)  সর্বাধিক ?

A) জল 
B) বায়ু 
C) তার্পিন 
D) বেনজিন 

১৩. ভরবেগ = ____________

A) ভর/আয়তন 
B) ভর ✖ত্বরণ 
C) ভর ✖ বেগ
D) ভর ✖ঘনত্ব 

১৪. আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( IMF ) এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ?

A) আমেরিকা 
B) চীন 
C) সিঙ্গাপুর 
D) জেনিভা 

১৫. নিন্মলিখিত কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ?

A) আম 
B) সর্ষে 
C) তরমুজ 
D) জুঁই

১৬. এশিয়ান গেমস ___________ সালে শুরু হয়েছিল। 

A) ১৯৫৩
B) ১৯৫২
C) ১৯৫১
D) ১৯৪৯

১৭. আমি শিখা থেকে নিজের থেকেই আমার হাত টেনে আনলাম। কোন অঙ্গ এমন একটি কর্মের জন্যে দায়ী ?

A) লঘুমস্তিস্ক 
B) মস্তিস্ক 
C) মেরুদন্ড কর্ড 
D) হৃদপিন্ড 

১৮. নিচের কোন অবস্থায় আকর্ষণী বল সর্বাধিক ?

A) প্লাসমা 
B) কঠিন
C) গ্যাস 
D) তরল 

১৯. ভারতের সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত যুদ্ধাঅস্ত্র  অগ্নি -৫ মিসাইল কত দূরত্ব পর্যন্ত ছোড়া যাবে ?

A) ৩০০০-৪৫০০ কিমি 
B) ২৫০০-৩৫০০ কিমি 
C) ৮০০০-৯৫০০ কিমি 
D) ৫৫০০-৮০০০ কিমি

২০. পরবর্তী পদটি কি হবে ?

!@#, #!@, @#!, 

A) @#!
B) #!@
C) !@#
D) #@!

২১. ইবন বতুতা _______ এর একজন আরব ভ্রমণকারী এবং অভিযাত্রী ছিলেন। 

A) স্পেন 
B) চীন 
C) গ্রীস 
D) মরক্কো 

২২. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে  রূপান্তরিত করে --

A) রাসায়নিক শক্তিতে 
B) যান্ত্রিক শক্তিতে 
C) আলোক শক্তিতে 
D) গতি শক্তিতে 

২৩. "PM কিষান সম্মান নিধি" যোজনায় বছরে কৃষককে কত টাকা করে কেন্দ্রীয় সরকার সাহায্য দেয় ?

A) ৬৫০০ টাকা 
B) ৪৫০০ টাকা 
C) ৫৫০০ টাকা 
D) ৬০০০ টাকা 

২৪. একজন মোটর আরোহী A থেকে B স্থানে ২০কিমি /ঘন্টা বেগে যান এবং ৩০ কিমি'/ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে আরোহীর গড় বেগ কত ছিল ?

A) ২৩ কিমি /ঘন্টা 
B) ২৬ কিমি /ঘন্টা 
C) ২২ কিমি / ঘন্টা 
D) ২৪ কিমি /ঘন্টা

২৫. ১ GB = ______ 

A) ১০২৪ MB 
B) ১০২৪ TB 
C) ১০২৪ NIBBLE 
D) ১০২৪ GB 

২৬. ATOM :MOLECULE ∷ CELL :❔

A) MATTER
B) TISSUE 
C) ORGANISM 
D) ORGAN 

২৭. পরপর ৭ টি সংখ্যার গড় ২০ হলে বৃহত্তম সংখ্যাটি কত ?

A) ২৩
B)  ২২
C) ২৪
D) ২০

২৮. ২০২১ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?

A) প্যারিস  ( ফ্রান্স )
B) টোকিও  ( জাপান )
C) বেইজিং (চীন)
D) মস্কো (রাশিয়া )

২৯. "VVPAT " কি কাজে ব্যবহার করা হয় ?

A) নোট লেখার কাজে 
B) সময় মাপতে  
C) দূরত্ব মাপতে 
D) সাধারণ নির্বাচনে

৩০. আমফান সুপার সাইক্লোন পশ্চিম বাংলার কোন জেলাতে প্রথম আঘাত হানে ?

A) দক্ষিণ ২৪ পরগনা
B) উত্তর ২৪ পরগনা 
C) বসিরহাট 
D) নদীয়া  


Answer sheet for :- বেঙ্গল পুলিশ কনস্টবল প্রাকটিস সেট


1.C

2.C

3.B

4.D

5.D

6.A

7.A

8.C

9.C

10.B

11.A

12.D

13.C

14.A

15.D

16.C

17.C

18.B

19.D

20.C

21.D

22.B

23.D

24.D

25.A

26.B

27.A

28.B

29.D

30.A


আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান।  

[ Note:প্রশ্ন পত্রে কোন ভুল থাকলে আমাদের কমেন্ট করুন ]

কোন মন্তব্য নেই