WB police constable Bengali practice set

Share:

West Bengal police constable practice set  

Exam activity🖉

বন্ধুরা আজ তোমাদের জন্যে GK,GI, ও MATH-এর কিছু প্রশ্নোত্তর থাকছে। প্রশ্ন গুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিতে সাহায্য করবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। 

 

WBP-MATH- GK-GI

TOTAL NUMBER OF QUESTIONS -50 

১. ২৫ মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্যে দিয়ে দুটি ২.২ মিটার চওড়া পথ রয়েছে। ১ টাকা প্রতি বর্গ ডেসিমিটারের খরচে প্রসস্থ পথগুলিকে কাঁকর দিয়ে ঢাকতে মোট কত খরচ হবে ?

A. ১১০ টাকা 
B. ১১০০০ টাকা 
C. ১০৫১৬ টাকা
D. ১০৫.১৬ টাকা 

২. ২০২০ সালের বিশ্বব্যাপী ক্ষুধার সূচক (GHI) এর রিপোর্ট অনুযায়ী , ভারতের ক্রম হল….. 

A. ১০০
B. ৯৮
C. ৯৪
D. ৯৬

৩. ভর /আয়তন = ?

A. ভরবেগ 
B. বল 
C. ঘনত্ব
D. নিষ্ক্রিয়তা 

৪. একজন ব্যাক্তি ৩৭০,০০০ টাকা ৩ ভাগে ভাগ করলো এবং তাদের তিনটি ব্যাঙ্ক-এ যথাক্রমে ৪%,৫%, ৬% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে তিনটি ব্যাঙ্ক-র কাছ থেকে প্রাপ্ত সুদ একই। তিনি তিনটি ব্যাঙ্কে কত টাকা করে জমা দিয়েছেন ?

A. (১,৫০,০০০) (১,২০,০০০) (১,০০,০০০)টাকা
B. (১,২০,০০০) (১,০০,০০০) ( ১,৫০,০০০)টাকা
C. (৭০,০০০) ( ২,০০,০০০) (৭০,০০০)টাকা
D. (১,০০,০০০)  (২,০০,০০০)  (৭০,০০০)টাকা

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠানটি কোনটি ?

A. রবীন্দ্র বিদ্যালয় 
B. রামকৃষ্ণ মাঠ 
C. ভারত সেবা আশ্রম 
D. বিশ্ব ভারতী

৬. ৩৯৬ - ৩৯.৬ - ৩.৯৬ - ০.৩৯৬ = ?

A. ৩৫২.১৩৪
B. ৩৫২.১৪৪
C. ৩৫২.১৪৪
D. ৩৫২.০৩৪

৭. A একটি কাজ ৬ দিনে করতে পারে। B এটি সম্পূর্ণ করতে ৮ দিন সময় নেয়। একসঙ্গে  কাজ করলে A এবং B -এর যে সময় লাগে C একা করলে একই সময় লাগে। একসঙ্গে কাজ করলে B এবং C এর কত সময় লাগবে ?

A. ১২/৫ দিন
B. ১৪/৫ দিন 
C. ১১/৫ দিন 
D. ১৩/৫ দিন 

৮. (৩.৬+৬.৪)  (৩.৬-৬.৪) (৩.৬-৬.৪)^2 = ?

A. +32.68
B. +32.60
C. +29.60
D. -35.84

৯. … ছিল পান্ডাদের  রাজধানী। 

A. গয়া 
B. দ্বারাসুমদ্র
C. মাদুরাই 
D. কাঞ্চিপুরম  

১০. সৌর প্যানেলে কোন ধাতূগুলো ব্যাহৃত হয় ?

A. সোনা 
B. রুপা 
C. সিলিকন 
D. তামা 

১১. যদি অক্ষরগুলোকে উল্টো করে সাজানো হয় তবে ডান দিক থেকে ৯ তম অক্ষরের বাম দিক ধরে ৫ তম অক্ষরটি কত ?

A. M
B. P
C. O
D. N

১২. একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া হয়েছে। প্রশ্ন অনুযায়ী কোন যুক্তিটি /গুলি জোরালো নির্ণয় কর। 

বিবৃতি :
গ্রামীন দরিদ্র কৃষকদের সারে ভর্তুকি দেওয়া উচিত 

যুক্তি :
I. হ্যা এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতিকে খাদ্য জোগান দেয় 
II. না এতে সাধারণ লোকের অর্থ নষ্ট করা হবে 


A. শুধুমাত্র যুক্তি I জোরালো
B. I বা II কোনোটাই জোরালো নয়। 
C. I ও II উভয়ই জোরালো। 
D. শুধুমাত্র যুক্তি II জোরালো। 


১৩. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদহারণ নয় ?

A. জলের জলীয় বাস্পে রূপান্তর
B. দুধের দইয়ে রূপান্তর 
C. লোহার মরিচা পড়া 
D. আমাদের দেহে খাদ্যের হজম 

১৪. ভারতে প্রথম "নভেল করোনা ভাইরাস " পজেটিভ কেস ধরা পড়েছিল কোথায় ?

A. পশ্চিমবঙ্গ 
B. অন্ধ্রপ্রদেশ 
C. কেরালা
D. তামিলনাড়ু 

১৫. M ভর যুক্ত একটি বস্তু , যেটি ৫ মিটার/সেকেন্ড বেগে ধাবিত হলে ,গতিশক্তি হয় ২৫ জুল। যদি বস্তু টির গতিবেগ দ্বিগুন বৃদ্ধি পায় তবে গতিশক্তি কত হবে ?

A. ১০০ N
B. ১০০ J 
C. ৫০  N 
D. ৫০  J 
 
১৭. রক্তনালীর লাল যোগকলা কোনটি ?

A. WBC
B. রক্ত
C. প্লাসমা 
D. আর বি সি 

১৮.  ০.২৯৫ + ২.৯৫ + ২৯.৫ + ২৯৫ = ?

A. ৩২৭.৭৪৫
B. ৩২৭.৮৫৬
C. ৩২৭.৭৫৬
D. ৩২৭.৭৪৬

১৯. ভারতের প্রথম ইউরেনিয়াম উত্তোলন খনি জাদুগোড়া কোথায় অবস্থিত ?

A. বিহার 
B. রাজস্থান 
C. আসাম 
D. ঝাড়খণ্ড 

২০. নিন্মের সারির শুন্যস্থান পূর্ণ করো। 
৬, ১৮, ৫৪, ১৬২, ??

A. ৪৯০
B. ৪০০
C. ৪৮৬
D. ৪৮৫

২১. নিন্মলিখিত প্রিন্সিপল গুলির মধ্যে কোনটির ওপর মহাকাশে একটি রকেট কাজ করে ?

A. শক্তির সংরক্ষণ প্রিন্সিপল -এর উপর 
B. ভর সংরক্ষণ প্রিন্সিপল-এর উপর 
C. দ্রুতির সংরক্ষণ প্রিন্সিপল এর উপর 
D. ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপল এর উপর

২২. একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া হয়েছে। প্রশ্ন অনুযায়ী কোন যুক্তিটি /গুলি জোরালো নির্ণয় কর। 

বিবৃতি :

উত্তর কোরিয়ার কি পারমাণবিক অস্ত্র বানানো উচিত ?

যুক্তি :

I. হ্যা এটা তাদের দেশের জন্যে সুরক্ষার বিষয় 

II. না , এতে ওই এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে 

A. হয় I বা II জোরালো 
B. শুধুমাত্র যুক্তি II জোরালো 
C. শুধুমাত্র যুক্তি I জোরালো 
D. I বা II কোনোটাই জোরালো নয়

২৩. যদি ➕〓✖️ , ✖️〓➖, ➗〓➕, ➖〓➗ হয় তবে মান নির্ণয় করো :

১৮০  ২০ ১২ ২৪ ✖️ ৫ ২২ 〓 ❔

A. ১৯০
B. ১৮৭
C. ১৮০
D. ১৮৫

২৪. বর্তমান বিজ্ঞানীরা বস্তুর অবস্থার কথা বলেছেন। 

A. ৫
B. ২
C. ৩
D. ৪

২৫. একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে -

A. XY ক্রোমোজোম 
B. একটি Y ক্রোমোজোম 
C. XX ক্রোমোজোম 
D. একটি X ক্রোমোজোম।.... 

২৬. নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয় ?

A. লাল লিটমাসকে নীল করে 
B. জলীয় মাধ্যমে /গলিত অবস্থায় OH(ঋণাত্মক ) সরবারহ করে 
C. নীল লিটমাসকে লাল করে
D. এটি স্বাদে তেতো 

২৭. যদি  cosecθ + cotθ = 2.5, তাহলে  cosecθ = ?

A. ১.৫০
B. ১.৫৫
C. ১.৩৫
D. ১.৪৫


২৮. একটি কোড ভাষায় , KEEN কে PVVM হিসাবে লেখা হয়। তাহলে PEAL এর জন্যে কোড কি হবে ?

A. KVZO 
B. KVZP 
C. KVZN 
D. KVZM 

২৯. নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু ?

A. রুপা 
B. সোনা
C. গ্রাফাইট 
D. এলুমিনিয়াম 

৩০. আয়নার মধ্যে দিয়ে ঘড়ি দেখা হলো যাতে সময় দেখাচ্ছে ৮:৩০ সঠিক সময় কত ?

A. ৭:৩০
B. ৪:৩০
C. ১;৩০
D. ৩:৩০

৩১. ২১শে মার্চ ২০২০ কোন দিন ছিল ?

A. শুক্রবার 
B. সোমবার 
C. রবিবার 
D. শনিবার

৩২. ১.০০৮ 〓❔

A. ১(১/১২৫)
B. ১(৩/২৫)
C. ১(২/১২৫)
D. ১(২/২৫)

৩৩. নিম্নের বিভাগে যেটা মানানসই নয় সেটা নির্ণয় করো :

A. উটপাখি
B. সিংহ 
C. বাঘ 
D. হাতি 

৩৪. ১৭% এর লাভে এক জোড়া জুতো বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় ২,২২৩ টাকা। জুতো জোড়ার ক্রয় মূল্য কত ছিল ?

A. ১,৮৮০
B. ১,৮৭০
C. ১,৯০০
D. ১,৯০৫


৩৫. বার্ষিক ৯.২৫% হারে সরল সুদে ২,০০০ টাকা ৪ বছরের জন্যে বিনিয়োগ করলে মোট কতটাকা সুদ হবে ?

A. ৭৪০ টাকা
B. ৯২৫ টাকা 
C. ৫৫৫ টাকা 
D. ১,১১০ টাকা 

৩৬. একটি প্রণালীতে পশ্চিম হয় উত্তর-পশ্চিম , তাহলে উত্তর কি হবে ?

A. দক্ষিণ 
B. উত্তর -পূর্ব
C. উত্তর -পশ্চিম 
D. পূর্ব 

৩৭. একটি ট্রেন ১৬ সেকেন্ডে ১৫৫ মিটার এবং ১৮ সেকেন্ডে ১৯৫ মিটার লম্বা একটি প্লাটফর্ম পার করে ,ট্রেনটির গতি হবে :

A. ৬৯ কিমি/ঘন্টা 
B. ৬৬কিমি/ঘন্টা 
C. ৭৫কিমি/ঘন্টা 
D. ৭২কিমি/ঘন্টা

৩৮. নিচের সারির জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক জোড়া টি বসাও ?

A. I - ১৮
B. K - ১৬
C. N - ১৩
D. P  - ১১

৩৯. চাপ 〓 …?

A. ঘাত ✖️ আয়তন 
B. আয়তন ➗ ঘাত 
C. আয়তন ➕ঘাত 
D. ঘাত ➗ আয়তন

৪০. বাকার একমাত্র ভাইয়ের একমাত্র বোনের মা হলো সুলেখা। বাকার সাথে সুলেখার কি সম্পর্ক ?

A. বোন 
B. ঠাকুমা 
C. কাকি /মাসি /পিসি 
D. মেয়ে

৪১. শুন্য স্থান পূরণ করো :

পা : নৃত্য :: লেজ : ? 


A. ভারসাম্য 
B. ঘোড়া 
C. বাঁকানো 
D. দোলানো

৪২. আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোণটি হল ৮০ ডিগ্রি  তাহলে আপাতনের কোণটি হল :

A. ৯০ ডিগ্রি
B. ৪০ ডিগ্রি
C. ৮০ ডিগ্রি
D. ৬০ ডিগ্রি

৪৩. যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় ,তখন তার ত্বরণ কি হয় ?

A. শূন্য
B. অভিন্ন 
C. ঋণাত্মক 
D. ধনাত্মক 

৪৪. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম 
B. উত্তর প্রদেশ 
C. উত্তরাখন্ড
D. হিমাচল প্রদেশ 

৪৫. একটি খেলনা ১,১২৫ টাকায় কিনে ১৬% ক্ষতিতে বিক্রয় করা হলো। খেলনাটির বিক্রয় মূল্য হলো :

A. ৯৬০ টাকা 
B. ৯৭৫ টাকা 
C. ৯৫৫ টাকা 
D. ৯৪৫ টাকা

৪৬. কে পরীক্ষা করে দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তাঁর পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশী মৌলিক। 

A. মোসলে 
B. নিউল্যান্ড 
C. মেন্ডেলিভ
D. দোবেরেইনার 

৪৭. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?

A. কুলু 
B. ধর্মশালা
C. মান্ডি 
D. মানালি 

৪৮. স্পাইরোগাইরা জনন করে মাধ্যমে।

A. কোরোদ্গম 
B. বিভাজন 
C. খণ্ডীভবন
D. বহু বিভাজন 

৪৯. যখন একটি চক দ্বারা একটি বোর্ডে লিখি ,তখন কোন বল দ্বারা আমাদের সে কাজ সাধিত হয় ?

A. স্পর্শ বল 
B. পেশী বল 
C. ঘর্ষণ বল 
D. ক্ষেত্র বল 

৫০. একটি আয়তঘনের কটি প্রান্ত থাকে ?
A. ৪  টি 
B. ৮  টি 
C. ৬  টি 
D. ১২ টি
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
ANSWER SHEET           👇👇👇👇👇👇👇

01.C

02.C

03.C

04.B

05.D

06.B

07.A

08.D

09.C

10.C

11.D

12.A

13.A

14.C

15.B

16.A

17.B

18.A

19.D

20.C

21.D

22.D

23.B

24.A

25.D

26.C

27.D

28.A

29.B

30.D

31.D

32.A

33.A

34.C

35.A

36.B

37.D

38.B

39.D

40.D

41.D

42.B

43.A

44.C

45.D

46.C

47.B

48.C

49.C

50.D



Thank you for visiting... 

PDF  download coming soon stay with us.





1 টি মন্তব্য: