West Bengal পুলিশ কনস্টবল প্রাকটিস সেট PDF.

Share:

 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রাক্টিস সেট

ওয়েস্ট বেঙ্গল POLICE CONSTABLE এর আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্যে সেটটি প্রস্তুত করা হয়েছে। আশাকরি সেটটি প্রাকটিস করলে উপকৃত হবে। এর পর আরো কিছু সেট দেওয়া হবে। Keep With Us


  

Number of question:-50 With Ans.             

১. 'ইন্ডিকা' কে রচনা করেছিলেন ? 

A. ফা-হিয়েন 
B.  হিয়েন স্যাং 
C.  মেগাস্থিনিস 
D.  কোনোটিই না 


২.'ব্যোমকেশ বক্সী' চরিত্রের স্রষ্টা কে ?

A.  মানিক বন্দ্যোপাধ্যায় 
B.  শরদিন্দু বন্ধোপাধ্যায় 
C.  সতীনাথ ভাদুড়ী 
D. বনফুল 


৩. 'অরণ্যের অধিকার ' এর রচয়িতা কে ?

A. আশাপূর্ণা দেবী 
B. মহাশ্বেতা দেবী 
C. সংগীতা বন্দ্যোপাধ্যায় 
D. কোনটি না 


৪. 'গ্রীন পার্ক' স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

A. চেন্নাই 
B. কানপুর 
C. মুম্বাই 
D. আমদাবাদ 


৫. 'বিশপ' কথাটি কোন খেলার সাথে যুক্ত ?

A. গল্ফ 
B. তাস 
C. দাবা 
D. হকি 

৬. মানুষের শরীরে করোটি স্নায়ুর সংখ্যা কতগুলি  ?

A. ১২ টি 
B. ২২ টি 
C. ১২ জোড়া 
D. ২৪ জোড়া 


৭. তুন্দ্রাভদ্রা কোন নদীর উপনদী ?

A. কৃষ্ণা 
B. কাবেরী 
C. গোদাবরী 
D. মহানদী 

৮. ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার কে করেন ?

A. লামার্ক 
B. মেন্ডেল 
C. রোনাল্ড রস 
D. ডারউইন 


৯. 'ফ্লোরিকালচার' কোন চাষ সম্পর্কিত বিদ্যা ?

A. ফুল 
B. অরণ্য 
C. মাছ 
D. পতঙ্গ 


১০. 'কার্বলিক অ্যাসিড' এর অপর নাম কি ?

A. ইথানল 
B. ফেনল 
C. অ্যাসিটিক অ্যাসিড
D. অক্সালিক অ্যাসিড


১১. 'কুমায়নি কোন রাজ্যের লোকনৃত্য ?

A. ঝাড়খন্ড 
B. উত্তরপ্রদেশ 
C. উত্তরাখন্ড 
D. হিমাচল প্রদেশ 


১২. ইলেক্ট্রন কে আবিষ্কার করেন ?

A. রাদারফোর্ট 
B. নিলস বোর 
C. ফ্যারাডে 
D. জে জে থমসন 


১৩. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন ?

A. বিহারের চম্পারণ 
B. শোবর্মটি আশ্রমে 
C. গান্ধী নগরে 
D. দক্ষিণ আফ্রিকার নাটালে 


১৪. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?

A. যতীন দাস 
B. মাতঙ্গিনী হাজরা 
C. মঙ্গল পান্ডে 
D. ক্ষুদিরাম বসু 


১৫. 'পেরিয়ার ' জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

A. কেরালা 
B. ত্রিপুরা 
C. ঝাড়খন্ড 
D. বিহার 


১৬. ভারতের আইনেস্টায়ান কাকে বলা হয় ?

A. অশ্বঘােষ
B. নাগার্জুন 
C. আর্যভট্ট 
D. অতীশ দীপঙ্কর 


১৭. অর্থনীতির জনক কাকে বলা হয় ?

A. রুশোকে 
B. ম্যাকিয়াভেলিকে 
C. এডাম স্মিতকে 
D. অমর্ত্য সেনকে 


১৮. অমর্ত্য সেন কত সালে নোবেল পান ?

A. ১৯৯২
B. ১৯৯৪
C. ১৯৯৬
D. ১৯৯৮


১৯. কোন নদীর আরেক নাম বৃদ্ধ গঙ্গা ?

A. গোদাবরী 
B. কোপাই 
C. ঘর্ঘরা 
D. নর্মদা 


২০. হাঁদাভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টি করেন কে ?

A. সুকুমার রায় 
B. সত্যজিৎ রায় 
C. নারায়ণ গঙ্গোপাধ্যায় 
D. নারায়ণ দেবনাথ 


২১. হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন ?

A. সুভাষচন্দ্র বসু 
B. রাসবিহারী বসু 
C. চিত্তরঞ্জন দাস 
D. মহাত্মা গান্ধী 


২২. বেসবল কোন দেশের জাতীয় খেলা ?

A. আমেরিকা 
B. কানাডা 
C. মেক্সিকো 
D. ঘানা 


২৩. ফিফা বিশ্বকাপের প্রথম আয়োজক কোন দেশ ?

A. ব্রাজিল 
B. আর্জেন্টিনা 
C. স্পেন 
D. উরুগুয়ে 


২৪. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?

A. মুসী 
B. নর্মদা 
C. গঙ্গা 
D. যমুনা 


২৫. ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

A. তবলা 
B. সানাই 
C. সরোদ 
D. বেহালা 


২৬. বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ? 

A. আনিমোমিটার 
B. ব্যারোমিটার  
C. হাইগ্রোমিটার 
D. থার্মোমিটার 


২৭. ‘আবােল তাবােল’ কার রচনা ? 

A. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 
B. সত্যজিৎ রায় 
C. সন্দীপ রায় 
D. সুকুমার রায় 


২৮. 'অর্থশাস্ত্র' এর রচয়িতা কে ?

A. বিন্দুসার 
B. কৌটিল্য 
C. চন্দ্রগুপ্ত 
D. পূষ্যমিত্র 


২৯. চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলে ?

A. হারিকেন 
B. সাইক্লোন 
C. টাইফুন
D. টর্নেডো 


৩০. এদের মধ্যে কোনটি একটি আংশিক মূল পরজীবী ?

A. ছত্রাক 
B. সাইকাস 
C. বাঁশ গাছ 
D. চন্দন গাছ 


৩১.  কোমল, বাপির চেয়ে ৭ বছরের ছোট। তাঁদের বয়সের অনুপাত ৭ : ৯ হলে ,কমলের বয়স কত বছর ?

A. ১২ বছর ৬ মাস 
B. ১৪ বছর ৬ মাস 
C. ২৩ বছর ৬ মাস 
D. ২৪ বছর ৬ মাস 


৩২. দুটি সংখ্যার গুনফল ৮৪৯৪২ এবং দুটি সংখ্যার গ.সা.গু. ৩৩ হলে ল.সা.গু. কত ?

A. ১৩৬৫
B. ১৫৭৪
C. ২৫০০
D. ২৫৭৪


৩৩. ৩১ কে এমন দুটি অংশে ভাগ করা যার একটি অংশ অপরটির ২৪% হয়। তবে সংখ্যা দুটি কি কি ?

A. ২২,৯
B. ২৪,৭
C. ২৫,৬
D. ২৭,৪


৩৪. এক ব্যাক্তি ৫১৫ টাকার একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমান লাভ করে , ৪৭৫ টাকায় বিক্রয় করলে তাঁর সমপরিমান ক্ষতি হয়। তবে দ্রব্যটি ৪০% লাভে বিক্রয় করলে, বিক্রয়মূল্য কত হবে ?

A. ৬৭৩ টাকা 
B. ৬৮৩ টাকা
C. ৬৯৩ টাকা
D.৭০৭  টাকা


৩৫. এক ব্যাক্তি একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরও ২০০ টাকা কমে বিক্রয় করা হত, তাহলেও ৮% লাভ হত।  তবে দ্রব্যটির ক্রয়  মূল্য  কত ?

A. ৯০০০ টাকা
B. ১০০০০ টাকা
C. ১০৫০০ টাকা
D. ১১০০০ টাকা


৩৬. এক ব্যাক্তি একটি দ্রব্য ১৪% লাভে বিক্রয় করে। যদি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য উভয় ১১৭ টাকা করে কম হত, তখন আরও ৯% বেশী লাভ হয়। তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত ?

A. ১৯৯ টাকা
B. ২৯৯ টাকা
C. ৩৪৯ টাকা
D. ৩৯৯ টাকা


৩৭. A ও B একত্রে একটি কাজ ১২ দিনে এবং A, B ও C একত্রে ওই কাজটি ৪ দিনে শেষ করতে পারে। তবে C একা কাজটি কতদিনে করবে ?

A. ১৪ দিনে 
B. ১৬ দিনে
C. ২০ দিনে
D. ২৪ দিনে


৩৮. ২৪০ মিটার লম্বা একটি ট্রেন ১২০ মিটার একটি সেতুকে অতিক্রম করে ২৪ সেকেন্ডে। তবে ট্রেনটির গতিবেগ কত ?

A. ৪৫ কিমি/ঘন্টা 
B. ৫৪ কিমি/ঘন্টা
C. ৩৬ কিমি/ঘন্টা 
D. ৪২ কিমি/ঘন্টা 


৩৯. A একা একটি কাজ ১২ দিনে এবং B একা কাজটি ১৫ দিনে করতে পারে। A একা কাজটি  শুরু করার ৩ দিন পর B কাজে যোগ দেয়। তবে বাকি কাজ A এবং B একত্রে কতদিনে শেষ করবে ?

A. ৪ দিনে 
B. ৫ দিনে
C. ৬ দিনে
D. ৮ দিনে


৪০. একটি চৌবাচ্চা A নল দিয়ে ৪ ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূৰ্ণ হতে আরও ২ ঘন্টা বেশী সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে ?

A. ১৬ ঘন্টা 
B. ২০ ঘন্টা 
C. ২৫ ঘন্টা 
D. ৪০ ঘন্টা 


৪১. একজন মায়ের বর্তমান বয়স তার মেয়ের বয়সের ৫ গুণ। ৫ বছর বাদে, মার বয়স তার মেয়ের বয়সের ৩ গুণ হবে। মায়ের বর্তমান বয়স কত ?

A. ২৪ বছর 
B. ২৫ বছর
C. ২৮ বছর
D. ৩০ বছর


৪২. "PRONOUNCEMENT" এই শব্দটি দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব হবে না ?

A. MOUNT
B. CEMENT
C. PAVEMENT
D. NOUN


83. যদি SYSTEM কে RXRSD লেখা  হয়, তাহলে CORRECT কিভাবে লিখতে হবে ?
 
A. BNQQDBS
B. BQQNDBS
C. BNQQBDS
D. BNQDQBS


৪৪. রাজু  একটি নিদিষ্ট জায়গা থেকে হাটা শুরু করে প্রথমে দক্ষিনে ৩৫ কিমি গেল এবং তারপর বাঁ দিকে ঘুরে ২০ কিমি পথ গেল। তারপর আবার বাঁদিকে ঘুরে ৩৫ কিমি পথ গেল। যেখান থেকে রাজু  তার যাত্রা শুরু করেছিল সেখান থেকে এখন সে কোনদিকে আছে ?

A. পূর্ব দিকে 
B. পশ্চিম দিকে 
C. উত্তর দিকে 
D. দক্ষিণ দিকে 


৪৫. MADRAS কে লেখা হয় NBESBT, তাহলে BOMBAY কে কি লেখা হবে ?

A. CPNCBX
B. CPNCBZ
C. CPOCBZ
D. CQOCBZ


46. নিচের ৪ টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি আলাদা ?

A. ৩৫
B. ৩৭
C. ২৩
D. ১৯


৪৭. শ্রী, সুজন ও শ্রীমতী সুজনের তিনটি কন্যা আছে ও প্রত্যেক কন্যার একটি করে শিশু আছে। তাহলে ওই পরিবারে মোট কতজন সদস্য আছে ?

A. ৬
B. ৭
C. ৮
D. ৯


৪৮. ঘড়ি : সময় : : থার্মোমিটার : ? 

A. তাপ 
B. বিকিরণ 
C. ঠান্ডা - গরম 
D. তাপমাত্রা   

৪৯. ৪০, ৬০, ৪৭, ৫৩, ৫৪, ?

A. ৩৩
B. ৩৯
C. ৪৬
D. ৬১


৫০. একটি অফিসে ১৭ জন কাজ করেন।  নতুন বছরের শুরুতে একে অপরকে গ্রিটিংস কার্ড দিলে মোট কটি কার্ডের প্রয়োজন ?

A. ০৩৪ টি 
B. ১৩৬ টি 
C. ২৭২ টি 
D. ২৮৯ টি  

 Answer  ⇩   

পুলিশ কনস্টবল প্রাকটিস সেট উত্তর 

                  

01)A

02)B

03)C

04)B

05)C

06)C

07)A

08)C

09)A

10)B

11)C

12)D

13)D

14)C

15)A

16)B

17)C

18)D

19)A

20)D

21)D

22)A

23)D

24)A

25)B

26)B

27)D

28)A

29)C

30)D

31)D

32)D

33)C

34)C

35)B

36)B

37)D

38)B

39)B

40)D

41)B

42)C

43)A

44)A

45)B

46)A

47)C

48)D

49)C

50)C

       
Share this with your friends   

প্রশ্ন গুলি PDF-এ ডাউনলোড করতে চাইলে নিচে  ক্লিক কর :


৩টি মন্তব্য: