WBP GK প্রশ্নোত্তর
Exam activity 🖉
আরও একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টবল এর GK সেট দেওয়া হলো। আশা করি তোমরা সেটটি প্রাকটিস করে উপকৃত হবে।
Bengal Police Exam GK Test
প্রশ্নঃ LPG GAS সিলিন্ডারে থাকে কি থাকে ?
উত্তরঃ মিথেন, প্রোপেন, বিউটেন
প্রশ্নঃ ফুলের ডিম্বক পরে কিসে পরিণত হয় ?
উত্তরঃ বীজে পরিণত হয়
প্রশ্নঃ পাউরুটি উৎপাদনে কোন ছত্রাক লাগে ?
উত্তরঃ ইস্ট (ছত্রাক)
প্রশ্নঃ গেরুয়া বিপ্লব বলা হয় কাকে ?
উত্তরঃ সৌর শক্তিকে
প্রশ্নঃ ইঁদুর মারতে বিষ হিসাবে কি ব্যবহার হয় ?
উত্তরঃ জিঙ্ক ক্লোরাইড
প্রশ্নঃ চুম্বকত্ব পদার্থের কি ধর্ম ?
উত্তরঃ ভৌত ধর্ম
প্রশ্নঃ কাগজ তৈরী হয় -
উত্তরঃ খাঁটি সেলুলোজ থেকে
প্রশ্নঃ হাঁটুর জোড়ের মধ্যে কোন তরল থাকে ?
উত্তরঃ সাইনো ভিয়াল তরল
প্রশ্নঃ চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ হায়দ্রাবাদ শহরে
প্রশ্নঃ ডোকলাম স্থানটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ চীন, ভুটান ও ভারতের সীমান্তে
প্রশ্নঃ রামনাথ কবিন্দ ভারতের কত তম রাষ্ট্রপতি ?
উত্তরঃ ১৪ তম
প্রশ্নঃ আন্টি ফ্রিজ বলা হয় -
উত্তরঃ গ্লিসারিনকে
প্রশ্নঃ বিশ্ব রক্ত দান দিবস কবে ?
উত্তরঃ ১৪-ই জুন
প্রশ্নঃ পশ্চিম বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উত্তরঃ 'প্রফুল চন্দ্র ঘোষ'
কোন মন্তব্য নেই