ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টবল Online মকটেস্ট
WEST BENGAL পুলিশ কনস্টবল পরীক্ষার জন্যে অনলাইনে মকটেস্ট-এর আয়োজন করছে 'Exam Activity'. পরীক্ষায় ভালো ফল করতে কঠোর পরিশ্রম এবং লাগাতার mock test দেওয়া অবশই প্রয়োজন। তাই এই মকটেস্টের ব্যবস্থা করা হলো। আশা করি তোমরা এর থেকে উপকার পাবে। সেটটিতে MATH, GK, GI, এর সঠিক কম্বিনেশনে তৈরী করা হয়েছে। Exam Activity সকলের সাফল্য কামনা করে।
মকটেস্ট SET NO-2 INSTRACTION
- প্রথমে 'START BUTTON' এ ক্লিক করুন , তারপর নতুন পেজ খুলে যাবে এবং QUESTION SET দেখতে পারবে।
- এর পর টেস্ট দেওয়ার পর একদম নিচে 'SUBMIT BUTTON' এ CLICK করবে। তখন VIEW SCORE বাটন দেখতে পারবে।
- 'VIEW SCORE' বাটনে ক্লিক করলে দেখতে পারবে -কত নম্বর পেয়েছো এবং কোটা ভুল হয়েছে ও তার সঠিক উত্তর কোনটা।
Sample Question :
1. কোন গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস?
a) নাইট্রাস অক্সাইড
b) নাইট্রিক অক্সাইড
c) নাইট্রোজেন
d) মিথেন
2.১৯৮৪ সালে ভােপালে কোন বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় বহু মানুষের প্রানহানি হয়েছিল?
a) অ্যাসিটিলিন
b) ক্লোরিন
c) মিথেন
d) মিথাইল আইসােসায়ানেট
3.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC কথার অর্থ কি?
a) পলি ভিনাইল ক্লোরাইড
b) পলি ভিনাইল কার্বনেট
c) ফস্পাে ভিনাইল কার্বনেট
d) ফস্পাে ভিনাইল ক্লোরাইড
4.সমুদ্রের জলে শতকরা কত অংশ লবন থাকে ?
a) 10%
b) 21.3%
c) 1%
d) 3.5%
Total Number of Question 100
![]() |
| WBP mock Test in Bengali |
For start the test click here👆
টেস্ট দেওয়ার পর ফিডব্যাক অবশই আশা করছি সকল পার্টিসিপেন্ট দের কাছ থেকে। তোমার মূল্যবান পরামর্শ টি কমেন্ট সেক্শনে জানাও। এবং অন্য কোনো বিষয়ে যদি mock test দিতে চাও সেটাও আমাদেরকে জানাও আমরা অবশই তা প্রস্তুত করে দেব। Thanks every one.

কোন মন্তব্য নেই