WB police constable practice set in বাংলা

Share:


বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রাকটিস সেট 

বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রাকটিস সেট ২০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া হলো প্রাকটিস করার জন্যে। আসা করি প্রশ্ন গুলি নিয়মিত প্রাকটিস করলে পুলিশ কনস্টবল পরীক্ষাথীরা উপকৃত হবেন। যে সব প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হয়েছে সেগুলি যাচাই করে দেওয়া হয়েছে।


২০ টি প্রশ্ন (পুলিশ কনস্টেবল প্রাকটিস সেট)

প্রশ্নঃ   কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি 'হেরিটেজ সাইট ' ঘোষণা করা হয় ?
উত্তরঃ ১৯৮৭ 
বাংলা 
প্রশ্নঃ ভারতে সঞ্চিত কয়লার ৮০% কোথায় সঞ্চিত আছে ?
উত্তরঃ  দামোদর অববাহিকায় 

প্রশ্নঃ ডুপ্লিকেট এপ্লিকেশন ব্যবহার করে ব্যাবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলা হয় ?
উত্তরঃ  Phishing (ফিশিং)  

প্রশ্নঃ   'মুদ্রারাক্ষস' নাটকটির রচয়িতা কে ?
উত্তরঃ বিশাখদত্ত

প্রশ্নঃ   ভারতের প্রথম 'পদ্মবিভূষণ' পুরস্কার প্রাপক কে ছিলেন ? 
উত্তরঃ সত্যেন্দ্রনাথ বোস 

প্রশ্নঃ   ভাবা অটোমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট 

প্রশ্নঃ   বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত ?
উত্তরঃ ৬ বছর 

প্রশ্নঃ   ভারতীয় কোন মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন ?
উত্তরঃ পি. ভি. সিন্ধু 

প্রশ্নঃ   Torr কিসের Unit ?
উত্তরঃ চাপ  (Pressure)

প্রশ্নঃ    সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে  'Absolute Zero' তাপমাত্রা বলে বোঝানো হয় ?
উত্তরঃ - ২৭৩.১৫℃ 

প্রশ্নঃ    Fire Ice বলতে কি বোঝানো হয় ?
উত্তরঃ মিথেন হাইড্রেট 

প্রশ্নঃ   তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
উত্তরঃ কৃষ্ণা নদী 

প্রশ্নঃ   তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ গঙ্গা নদী 

প্রশ্নঃ   ভারতের কোন রাজ্যে বনভুমির শতকরা পরিমান সর্বাধিক ?
উত্তরঃ মিজোরাম 

প্রশ্নঃ   ভারতের কোন রাজ্যে কফি চাষ সর্বপ্রথম হয় ?
উত্তরঃ কর্ণাটক 

প্রশ্নঃ   Influenzas রোগটি  …
উত্তরঃ ব্যাকটেরিয়া জনিত রোগ 

প্রশ্নঃ   পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা 

প্রশ্নঃ   Dark Web access করা হয় 
উত্তরঃ Tor ( টর ) Browser-এর সাহায্যে 

প্রশ্নঃ   অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কী ?
উত্তরঃ মাইটোসিস 

প্রশ্নঃ   অগ্ন্যাশয় একটি ---
উত্তরঃ মিশ্র গ্রন্থি 

প্রশ্নঃ    City of joy বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে ?
উত্তরঃ কলকাতাকে 

প্রশ্নঃ   ব্যাডমিন্টন একটি -
উত্তরঃ INDOOR GAME

প্রশ্নঃ    Facebook WhatsApp & Instagram Owner name ?
উত্তরঃ MARK ZUCKERBERG ( মার্ক জুকারবার্গ )

প্রশ্নঃ   লোহার অভাব জনিত রোগ -
উত্তরঃ রক্তাল্পতা বা ANEMIA

Thank you for vising...


বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রাকটিস সেট 

নিচে কিছু জেনারেল নলেজের  উপরে মাটিপুল চয়েস প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্ন গুলি যত্ন সহকারে  বেছে নেওয়া হয়েছে আগামী পুলিশ কনস্টবল এক্সাম-এর জন্যে। যেগুলি প্রাকটিস করলে পরীক্ষাথীরা অবশই উপকৃত হবেন বলে আশা করছি। এবং এই ওয়েবসাইটের সব প্রাকটিস সেট একদম বিনা মূল্যে দেওয়া হচ্ছে।   

 New Question Set (বেঙ্গল পুলিশ কনস্টেবল আরও প্রশ্ন ও উত্তর পেতে নিচের লিংকে ক্লিক করুন )

বেঙ্গল পুলিশ 👉  কনস্টেবল প্রাকটিস সেট   

Do you like Suspense story ?
a woman with a lightning box





কোন মন্তব্য নেই