GK প্রশ্নোত্তর । GK Treasure Part -3
Exam activity 🖍প্রিয় ছাত্র ও ছাত্রীরা,
আজ তোমাদের জন্যে রয়েছে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। তাহলে চলো দেরি না করে আজকের GK-এর প্রশ্নোত্তর গুলি দেখা যাক।
GK IN BENGALI
প্রশ্নঃ ভারতের Father of "Green revaluation"-এর জনক কাকে বলা হয় ?
উত্তরঃ এম এস স্বামীনাথন
প্রশ্নঃ ভারত সরকারের "ডিজিটাল ইন্ডিয়া" মিশন কবে শুরু হয় ?
উত্তরঃ ১ জুলাই ২০১৫
(Note: To deliver Government service to citizens electronically by improving online infrastructure and by increasing internet connectivity)
প্রশ্নঃ ইসরো সেটেলাইট সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তরঃ বেঙ্গালুরুতে (কর্ণাটক)
প্রশ্নঃ জীবাশ্মের বয়েস জানতে কি ব্যবহার হয় ?
উত্তরঃ কার্বন -১৪
প্রশ্নঃ বিহু উৎসব কোন রাজ্যে হয় ?
উত্তরঃ আসাম
প্রশ্নঃ কোন রাষায়নিক পদার্থটি কাঁচের পাত্রে রাখা যায় না ?
উত্তরঃ হাইড্রো ক্লোরিক অ্যাসিড
প্রশ্নঃ রান্নার গ্যাসের মূল উপাদান কি ?
উত্তরঃ বিউটেন এবং প্রোপেন
প্রশ্নঃ শরীরের কোন অংশে ভিটামিন-A সঞ্চিত হয় ?
উত্তরঃ যকৃতে
প্রশ্নঃ "BLACK DEATH" বলা হয় কোন রোগ কে ?
উত্তরঃ প্লেগ
প্রশ্নঃ পেঁয়াজের যে অংশ আমরা খাই সেটি কি ?
উত্তরঃ কান্ড
প্রশ্নঃ ত্রিভুবন আন্তর্জাতিক সড়ক কোথায় আছে ?
উত্তরঃ ভারত ও নেপালের মধ্যে
প্রশ্নঃ শব্দের Amplitude মাপা হয় কোন এককে ?
উত্তরঃ বেল/ডেসিবেল এককে
কোন মন্তব্য নেই