রেলওয়ে গ্রুপ ডি প্রাকটিস সেট
Exam activity🖉
আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা কিছু GK, GI, Math, এবং Science GK-এর প্রশ্নোত্তর দিলাম।প্রশ্ন গুলি RRB GROUP-D জন্যে বেছে নেওয়া হয়েছে আশা করছি এই সেটি অনুশীলন করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে, চলো তাহলে দেরি না করে প্রশ্নোত্তর গুলি দেখে নেওয়া যাক।
- Total Question-50
50 RRB GROUP-D বাংলা প্রশ্ন ও উত্তর প্র্যাক্টিস সেট
1. নিন্মলিখিত কোন ভাইসরয় হান্টার কমিশন গঠন করেছিলেন ?
লর্ড রিপন 👈
লর্ড ক্যানিং
লর্ড ডাফরিন
লর্ড লিটন
2. নিন্মলিখিত কোন কমিটি 'Universal Banking' প্রবর্তনের সুপারিশ করেছিলেন ?
লর্ড ক্যানিং
লর্ড ডাফরিন
লর্ড লিটন
2. নিন্মলিখিত কোন কমিটি 'Universal Banking' প্রবর্তনের সুপারিশ করেছিলেন ?
ওয়াই এইচ মালেগাম কমিটি
সি রঙ্গরাজন কমিটি
আর এইচখান কমিটি 👈
আবিদ হুসেন কমিটি
3.ম্যাকমোহন সীমান্তরেখা নিন্মলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
সি রঙ্গরাজন কমিটি
আর এইচখান কমিটি 👈
আবিদ হুসেন কমিটি
3.ম্যাকমোহন সীমান্তরেখা নিন্মলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
ভারত ও পাকিস্তান
ভারত ও নেপাল 👈
ভারত ও চীন
ভারত ও বাংলাদেশ
4.বারাণসী কোন নদীর তীরে অবস্থিত ?
ভারত ও নেপাল 👈
ভারত ও চীন
ভারত ও বাংলাদেশ
4.বারাণসী কোন নদীর তীরে অবস্থিত ?
গোমতী
গঙ্গা 👈
কাবেরী
মহানন্দা
5.ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি ?
গঙ্গা 👈
কাবেরী
মহানন্দা
5.ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি ?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
আয়রন
এলুমিনিয়াম 👈
6.'জগতের' আলো উপাধি কাকে দেওয়া হয় ?
ম্যাগনেশিয়াম
আয়রন
এলুমিনিয়াম 👈
6.'জগতের' আলো উপাধি কাকে দেওয়া হয় ?
মেহেরুন্নিসা 👈
মরিয়ম
গুলবদন বেগম
মমুতাজ বেগম
মরিয়ম
গুলবদন বেগম
মমুতাজ বেগম
বাড়বে
একই থাকবে
কমবে
প্রথমে বাড়বে পরে কমবে 👈
8. কত সালে প্রথম ভারতে সংবিধান সংশোধন করা হয় ?
একই থাকবে
কমবে
প্রথমে বাড়বে পরে কমবে 👈
8. কত সালে প্রথম ভারতে সংবিধান সংশোধন করা হয় ?
১৯৫০
১৯৫১ 👈
১৯৫৫
১৯৬১
9.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন ?
১৯৫১ 👈
১৯৫৫
১৯৬১
9.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন ?
বদরুদ্দীন তায়েবজি 👈
এম এ আনসারি
মৌলানা আবুল কালাম আজাদ
খান আবদুল গফর খান
এম এ আনসারি
মৌলানা আবুল কালাম আজাদ
খান আবদুল গফর খান
10.Indian National Association কে গঠন করেছিলেন ?
সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায় 👈
রাসবিহারী বসু
বিপিন চন্দ্রা পাল
বিনয় বসু
11.দেশের রপ্তানিকারকদের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে নিম্নলিখিত কোন সংস্থা ?
রাসবিহারী বসু
বিপিন চন্দ্রা পাল
বিনয় বসু
11.দেশের রপ্তানিকারকদের সুরক্ষা কবচ হিসাবে কাজ করে নিম্নলিখিত কোন সংস্থা ?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 👈
এক্সিস ব্যাঙ্ক
স্টেট ট্রেডিং কর্পোরেশন বঅফ ইন্ডিয়া
ইসিজিসি
12.ছোটনাগপুরের মালভূমি কোন শিলায় গঠিত ?
এক্সিস ব্যাঙ্ক
স্টেট ট্রেডিং কর্পোরেশন বঅফ ইন্ডিয়া
ইসিজিসি
12.ছোটনাগপুরের মালভূমি কোন শিলায় গঠিত ?
লাভাপ্রবাহ
পাললিক শিলা
পলিমাটি
প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা 👈
পাললিক শিলা
পলিমাটি
প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা 👈
কর্ণাটক 👈
গুজরাট
অসম
অন্ধ্রপ্রদেশ
14.'দীন-ই-ইলাহী' ধর্মমত প্রবর্তন করেন কে ?
গুজরাট
অসম
অন্ধ্রপ্রদেশ
14.'দীন-ই-ইলাহী' ধর্মমত প্রবর্তন করেন কে ?
আলাউদ্দিন খিলজি
বীরবল
আকবর 👈
ইলতুৎমিশ
15.পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হল -
বীরবল
আকবর 👈
ইলতুৎমিশ
15.পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হল -
তামা
প্লাটিনাম
লোহা
সীসা 👈
16.বঙ্গভঙ্গ কে রদ করেছিলেন ?
প্লাটিনাম
লোহা
সীসা 👈
16.বঙ্গভঙ্গ কে রদ করেছিলেন ?
লর্ড ডাফরিন
লর্ড মিন্টো
লর্ড ক্যানিং
লর্ড হার্ডিঞ্জ 👈
17. নিন্মলিখিত কোন রাজনৈতিক নেতা অসহযোগ আন্দোলনের সময় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ?
লর্ড মিন্টো
লর্ড ক্যানিং
লর্ড হার্ডিঞ্জ 👈
17. নিন্মলিখিত কোন রাজনৈতিক নেতা অসহযোগ আন্দোলনের সময় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ?
মহাত্মা গান্ধী
মতিলাল নেহেরু
সি আর দাস 👈
হসরত মোহানি
18.কোন শিল্পকে 'সূর্যোদয় শিল্প' বলা হয় ?
মতিলাল নেহেরু
সি আর দাস 👈
হসরত মোহানি
18.কোন শিল্পকে 'সূর্যোদয় শিল্প' বলা হয় ?
তামা
প্লাষ্টিক
অটোমোবাইল 👈
গয়না
19. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ?
প্লাষ্টিক
অটোমোবাইল 👈
গয়না
19. পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ?
ব্যারাকপুর 👈
পুরুলিয়া
বর্ধমান
তমলুক
20. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রোমাঙ্কের পরমাণুকে কী বলা হয় ?
পুরুলিয়া
বর্ধমান
তমলুক
20. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রোমাঙ্কের পরমাণুকে কী বলা হয় ?
আইসোবার
আইসোটোপ 👈
আইসোমার
আইসোটোন
21. বৈদিক যুগে "জন" বলতে কাদের বোঝায় ?
আইসোটোপ 👈
আইসোমার
আইসোটোন
21. বৈদিক যুগে "জন" বলতে কাদের বোঝায় ?
প্রশাসনিক সংগঠনের সর্বোচ্ছ একক
বিচার বিভাগের প্রধান
আইন বিভাগের প্রধান
উপরের সবগুলোই
22. একটি M মৌলের পারমাণবিক ভর ১৯ এবং পারমাণবিক সংখ্যা ৯ । এই মৌলের আয়নটি
হল -
বিচার বিভাগের প্রধান
আইন বিভাগের প্রধান
উপরের সবগুলোই
22. একটি M মৌলের পারমাণবিক ভর ১৯ এবং পারমাণবিক সংখ্যা ৯ । এই মৌলের আয়নটি
হল -
M+
M ২+
M -
M ২-
23. তেজস্ক্রিয় ভাঙ্গনের সময়ে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়, তা হল -
M ২+
M -
M ২-
23. তেজস্ক্রিয় ভাঙ্গনের সময়ে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয়, তা হল -
X -রশ্মি
গামা রশ্মি 👈
আল্ট্রা ভায়োলেট রশ্মি
ইনফ্রারেড রশ্মি
24. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল -
গামা রশ্মি 👈
আল্ট্রা ভায়োলেট রশ্মি
ইনফ্রারেড রশ্মি
24. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল -
শিক্ষা সংক্রান্ত সংস্কার 👈
প্রশাসনিক সংস্কার
জেল কোড সংস্কার
ভারতীয় সংবিধান সংস্কার
25. দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ?
প্রশাসনিক সংস্কার
জেল কোড সংস্কার
ভারতীয় সংবিধান সংস্কার
25. দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ?
তৃতীয়
চতুর্থ
পঞ্চম 👈
ষষ্ঠ
26. ভাকরা নাঙ্গল জলাধার নিম্নোক্ত কোন নদীর উপরে অবস্থিত ?
চতুর্থ
পঞ্চম 👈
ষষ্ঠ
26. ভাকরা নাঙ্গল জলাধার নিম্নোক্ত কোন নদীর উপরে অবস্থিত ?
শতুদ্রু 👈
বিতস্তা
বিপাশা
সিন্ধু
27. বাস্তব গ্যাস কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?
বিতস্তা
বিপাশা
সিন্ধু
27. বাস্তব গ্যাস কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?
উচ্ছ চাপ
নিন্ম চাপ
উচ্চ উষ্ণতা
উচ্চ উষ্ণতা ও নিন্ম চাপ 👈
28. নিন্মলিখিত কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল ?
নিন্ম চাপ
উচ্চ উষ্ণতা
উচ্চ উষ্ণতা ও নিন্ম চাপ 👈
28. নিন্মলিখিত কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল ?
বৃজি ও মল্ল 👈
চম্পা ও কৌশাম্ভী
শ্রাবস্তী ও রাজগৃহ
উপরের সবগুলি
29. চতুর্যাম কে প্রবর্তন করেছিলেন ?
চম্পা ও কৌশাম্ভী
শ্রাবস্তী ও রাজগৃহ
উপরের সবগুলি
29. চতুর্যাম কে প্রবর্তন করেছিলেন ?
ঋষভদেব
পার্সোনাথ 👈
মহাবীর
নেমীনাথ
30. তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ -
পার্সোনাথ 👈
মহাবীর
নেমীনাথ
30. তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ -
কমে 👈
বাড়ে
একই থাকে
প্রথমে বাড়ে পরে কমে
31. একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিন্মতম বয়স কত হতে
হয় ?
বাড়ে
একই থাকে
প্রথমে বাড়ে পরে কমে
31. একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে নিন্মতম বয়স কত হতে
হয় ?
১৮ বছর
২১ বছর
২৫ বছর 👈
৩৫ বছর
32. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে -
২১ বছর
২৫ বছর 👈
৩৫ বছর
32. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে -
উত্তল লেন্স দ্বারা 👈
অবতল লেন্স দ্বারা
অভিসারী লেন্স দ্বারা
এর কোনোটাই নয়
33. লর্ড কার্জনের সময়কালের নিন্মলিখিত কোন ঘটনাটি ঘটেনি ?
অবতল লেন্স দ্বারা
অভিসারী লেন্স দ্বারা
এর কোনোটাই নয়
33. লর্ড কার্জনের সময়কালের নিন্মলিখিত কোন ঘটনাটি ঘটেনি ?
আর্কিওলোজি বিভাগ গঠন
দ্বিতীয় দিল্লি দরবার
ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনা 👈
বঙ্গভঙ্গ
34. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী নিন্মলিখিত কোন বিনিয়োগটি সর্বাধিক ঝুকিযুক্ত বিনিয়োগ হিসাবে বিবেচিত ?
দ্বিতীয় দিল্লি দরবার
ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনা 👈
বঙ্গভঙ্গ
34. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী নিন্মলিখিত কোন বিনিয়োগটি সর্বাধিক ঝুকিযুক্ত বিনিয়োগ হিসাবে বিবেচিত ?
গৃহ ঋণ
সরকার অনুমোদিত সিকিউরিটি
G-See
অলঙ্কারের বিনিমিয়ে ঋণ গ্রহণ 👈
35. "আগা খান কাপ" কোন খেলার সঙ্গে যুক্ত ?
সরকার অনুমোদিত সিকিউরিটি
G-See
অলঙ্কারের বিনিমিয়ে ঋণ গ্রহণ 👈
35. "আগা খান কাপ" কোন খেলার সঙ্গে যুক্ত ?
হকি 👈
ফুটবল
লন টেনিস
টেবিলে টেনিস
36. সালফার সম্পর্কে নিন্মের কোন তথ্যটি সঠিক ?
ফুটবল
লন টেনিস
টেবিলে টেনিস
36. সালফার সম্পর্কে নিন্মের কোন তথ্যটি সঠিক ?
সালফারের শুধুমাত্র জারণ ধর্ম দেখা যায়
সালফার নিজে জ্বলনশীল কিন্তু নিজে জ্বলন সহায়ক নয়
সালফারের কন্টিনেশন ধর্ম নেই
রম্বিক এবং প্লাস্টিক সালফার হলো প্রধান দুটি নিয়তাকার রূপভেদ
38. করোনার জন্যে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যে ভারত সরকার কোন অপারেশন শুরু করেছিল ?
সালফার নিজে জ্বলনশীল কিন্তু নিজে জ্বলন সহায়ক নয়
সালফারের কন্টিনেশন ধর্ম নেই
রম্বিক এবং প্লাস্টিক সালফার হলো প্রধান দুটি নিয়তাকার রূপভেদ
38. করোনার জন্যে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যে ভারত সরকার কোন অপারেশন শুরু করেছিল ?
অপারেশন তুফান
অপারেশন কামব্যাক
অপারেশন ধরিত্রী
অপারেশন বন্দে ভারত 👈
39. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
অপারেশন কামব্যাক
অপারেশন ধরিত্রী
অপারেশন বন্দে ভারত 👈
39. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় ?
১৯০৪
১৯০৫
১৯০৬ 👈
১৯০৯
40. কোন রাজ্যে ভারতের মধ্যে প্রথম সুপার ফ্যাব ল্যাব চালু করেছে ?
১৯০৫
১৯০৬ 👈
১৯০৯
40. কোন রাজ্যে ভারতের মধ্যে প্রথম সুপার ফ্যাব ল্যাব চালু করেছে ?
মধ্যেপ্রদেশ
কেরল 👈
তামিলনাড়ু
গুজরাট
41. 2020 সালের ডেমোক্র্যাসি ইনডেক্সে ভারতের স্থান কত তম ?
কেরল 👈
তামিলনাড়ু
গুজরাট
41. 2020 সালের ডেমোক্র্যাসি ইনডেক্সে ভারতের স্থান কত তম ?
51 তম 👈
54 তম
52 তম
53 তম
42. 30 টি ডিমের ক্রয়মূল্য 20 টি ডিমের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত ?
54 তম
52 তম
53 তম
42. 30 টি ডিমের ক্রয়মূল্য 20 টি ডিমের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত ?
20%
25%
50% 👈
100%
43. 'ক' একটি কাজ 36 দিনে, 'খ' ওই কাজটি 45 দিনে শেষ করে | 'ক' এবং 'খ' একত্রে কাজটি কত দিনে শেষ করবে ?
25%
50% 👈
100%
43. 'ক' একটি কাজ 36 দিনে, 'খ' ওই কাজটি 45 দিনে শেষ করে | 'ক' এবং 'খ' একত্রে কাজটি কত দিনে শেষ করবে ?
১০ দিনে
১৫ দিনে
১৮ দিনে 👈
২০ দিনে
44. 'ক' ও খ পাইপ দুটি যথাক্রমে 36 ও 45 ঘন্টায় একটি চৌবাছা ভর্তি করতে পারে | তাদের একসঙ্গে খুলে দিলে, তারা কতক্ষণে চৌবাছাটি ভর্তি করতে পারবে ?
১৫ দিনে
১৮ দিনে 👈
২০ দিনে
44. 'ক' ও খ পাইপ দুটি যথাক্রমে 36 ও 45 ঘন্টায় একটি চৌবাছা ভর্তি করতে পারে | তাদের একসঙ্গে খুলে দিলে, তারা কতক্ষণে চৌবাছাটি ভর্তি করতে পারবে ?
১৮ ঘন্টায় 👈
২০ ঘন্টায়
২৪ ঘন্টায়
৩০ ঘন্টায়
45.৪০০০ হাজার টাকা মূলধনের বার্ষিক ৫% সরল সুদের হরে কত বছরে ১৬০০ টাকা সুদ পাওয়া যাবে ?
২০ ঘন্টায়
২৪ ঘন্টায়
৩০ ঘন্টায়
45.৪০০০ হাজার টাকা মূলধনের বার্ষিক ৫% সরল সুদের হরে কত বছরে ১৬০০ টাকা সুদ পাওয়া যাবে ?
৮ বছরে 👈
৩ বছর ৬ মাসে
৪ বছরে
৫ বছরে
46. দুটি সংখ্যার গ.সা.গু ১৩ এবং ল. সা.গু ২৮৬ সংখ্যা দুটির প্রতিটি ১৩ এর বড় হলে , বড় সংখ্যা টি কত ?
৩ বছর ৬ মাসে
৪ বছরে
৫ বছরে
46. দুটি সংখ্যার গ.সা.গু ১৩ এবং ল. সা.গু ২৮৬ সংখ্যা দুটির প্রতিটি ১৩ এর বড় হলে , বড় সংখ্যা টি কত ?
১০৪
১১৭
১৪৩ 👈
১৩০
47. ৩৬ কিমি /ঘণ্টা বেগে একটি ট্রেন ১৫ সেকেন্ডে পথের ধারের একটি গাছকে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ কত ?
১১৭
১৪৩ 👈
১৩০
47. ৩৬ কিমি /ঘণ্টা বেগে একটি ট্রেন ১৫ সেকেন্ডে পথের ধারের একটি গাছকে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ কত ?
২০০ মিটার
১৭৫ মিটার
১২০ মিটার
১৫০ মিটার 👈
48. নিদিষ্ট মূলধন সরল সুদের হরে দ্বিগুন হয় ১০ বছরে । তবে ওই মূলধন চারগুণ হতে কম সময় লাগবে?
১৭৫ মিটার
১২০ মিটার
১৫০ মিটার 👈
48. নিদিষ্ট মূলধন সরল সুদের হরে দ্বিগুন হয় ১০ বছরে । তবে ওই মূলধন চারগুণ হতে কম সময় লাগবে?
১৮ বছর
৩০ বছর
৪০ বছর 👈
৫০ বছর
49. নিদিষ্ট মূলধন সরল সুদের হরে দ্বিগুন হয় ১০ বছরে । তবে ওই মূলধন চারগুণ হতে কম সময় লাগবে?
৩০ বছর
৪০ বছর 👈
৫০ বছর
49. নিদিষ্ট মূলধন সরল সুদের হরে দ্বিগুন হয় ১০ বছরে । তবে ওই মূলধন চারগুণ হতে কম সময় লাগবে?
১৮ বছর
৩০ বছর
৪০ বছর 👈
৫০ বছর
50. কোনো ব্যবসাতে A , B , C -এর লাভের অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত ১ : ২ : ৩ হলে তাদের মূলধনের অনুপাত কত হবে ?
৩০ বছর
৪০ বছর 👈
৫০ বছর
50. কোনো ব্যবসাতে A , B , C -এর লাভের অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত ১ : ২ : ৩ হলে তাদের মূলধনের অনুপাত কত হবে ?
৮ : ৭ : ৯
৯ : ৬ : ৫ 👈
৮ : ৯ : ১২
১১ : ১২ : ১৪
৯ : ৬ : ৫ 👈
৮ : ৯ : ১২
১১ : ১২ : ১৪
আরও RRB Group-D প্রাকটিস সেট পেতে নিয়মিত আমাদের Blog Page Exam activity কে অনুসরন করুন।
Thank you for visiting our Blog site Exam activity
কোন মন্তব্য নেই