জিকে প্রশ্নোত্তর
প্রিয় ছাত্র ও ছাত্রীরা,আজ Exam Activity-তে থাকছে GK QUIZ-এর কিছু প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তর গুলি -
GK Treasure পর্ব -1
General Awareness( PHYSICS ) Quiz In Bengali
প্রশ্নঃ "ভর-শক্তির সংরক্ষণ"- সূত্রটি কোন বিখ্যাত পদার্থ বিজ্ঞানীর ?
উত্তরঃ স্যার আইনস্টাইনের
প্রশ্নঃ দাঁড়িপাল্লা দিয়ে পদার্থের কি মাপা হয় ?
উত্তরঃ ভর মাপা হয়
প্রশ্নঃ নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী বল = কি ?
উত্তরঃ ভর ✖ ত্বরণ
প্রশ্নঃ Steradian কোন ভৌত রাশির একক ?
উত্তরঃ ঘনকোণ
প্রশ্নঃ রোধাঙ্কের মাত্রা = কি ?
উত্তরঃ দৈর্ঘর মাত্রা ✖ রোধের মাত্রা
প্রশ্নঃ চিকিৎসকদের বাবহ্রিত স্টেথোস্কোপ কোন ধর্মের ওপরে কাজ করে ?
উত্তরঃ শব্দের প্রতিফলন
প্রশ্নঃ ডিনামাইটের মূল উপাদান কি ?
উত্তরঃ নাইট্রোগ্লিসারিন
প্রশ্নঃ AC কারেন্ট কে আবিষ্কার করেন ?
উত্তরঃ নিকোলা টেসলা
প্রশ্নঃ Quick Silver বলা হয় কোন ধাতুকে ?
উত্তরঃ পারদ (Hg)
প্রশ্নঃ ব্লিচিং পাউডারে থাকে -
উত্তরঃ ক্লোরিন
প্রশ্নঃ উদ্ভিজ তেলে হাইড্রোজেনেশন অনুঘটক হিসাবে কি ব্যবহার হয় ?
উত্তরঃ নিকেল (Ni)
প্রশ্নঃ ইলেকট্রিক হিটারে ব্যাবহারিত হয়-
উত্তরঃ নাইক্রোমর তার
কোন মন্তব্য নেই